স্বাধীনতা দিবসে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই দিনের কর্মসূচি পালন

দেশবাণী
Spread the love

বাংলা বাণী;
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট। স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালন করেছে জোট। দুই দিনব্যাপী কর্মসূচিতে ছিলো মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা, আলোচনা সভা এবং ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে সন্ধ্যায় শহীদ খোকন পার্কে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা। এছাড়া ২৬ মার্চ সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করে বেলা ১১ টায় আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। দুই দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। দুই দিনের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউর হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, এসএম বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রæ, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, রবিউল করিম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিল্লাত হোসেন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, কবি সিকতা কাজল, কবি আজিজার রহমান তাজ, কবি ফাতেমা ইয়াসমিনসহ ফাল্গুনী থিয়েটারের সভাপতি রুবেল মিয়া, প্রভাতী থিয়েটারের সভাপতি আব্দুল বাসেদ তনু, নজরুল পরিষদ বগুড়া, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার, মন্দিরা সাংস্কৃতিক পরিষদ, অনুশীলন ৯৫ সাংস্কৃতিক গোষ্ঠি, কলেজ থিয়েটার, অ আ সাহিত্য সংসদ, শব্দকথন সাহিত্য আসরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৬ মার্চ সকালে বগুড়া কেন্দ্রীয় খোকন পার্কের শহীদ মিনারে শহিদদের শ্রদ্ধা জানানো হয়।