গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ২৬মার্চ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। ২৬মার্চ প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্যমে দিবসটির শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, বিএনপি ও অঙ্গদল, পৌরসভা, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করেন। সকল সরকারি বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। শুরুতেই পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। পরে রচনা ও চিত্রাংকন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। এরপর ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি ডাঃ মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার। আরো বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন শিল্পি, সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, আনোয়ারুল ইসলাম রন্টু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদীসহ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু। এরআগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।