গাবতলীতে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও সভা

দেশবাণী
Spread the love

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার শিক্ষক দিবস-২০২২উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী শেষে এক আলোচনা সভা স্থানীয় পাইলট হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।
গাবতলী সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, থানার সনাতন চন্দ্র সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম। উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ধন্য গোপাল সিংহ, অধ্যক্ষ রেজাউল বারী, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সবুর পিন্টু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক একেএম পান্না প্রমুখ।