রাণীনগরে ১৬ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান

দেশবাণী
Spread the love

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি , সুদর্শন কর্মকার :

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের শ্রীশ্রী দূর্গা মন্দির অঙ্গণে১৬প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে এই মাঙ্গলিক অনুষ্ঠানের শুরু হয়।

স্থল হরিবাসর উদযাপন কমিটির পক্ষ থেকে জানা যায়, গত ৫ মার্চ  মঙ্গবার বিকেলে শীতলা পূজা ও রাত্রীতে কালী পূজা ও গতকাল ৬মার্চ বুধবার  সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে(২দিন ব্যাপী) বৃহস্পতিবার ও শুক্রবার এই মাঙ্গলিক অনুষ্ঠান হবে এবং আগামী ৯মার্চ ২০২৪ইং রোজ শনিবার শ্রীশ্রী মহাপ্রভূর ভোগ ও ভোগ অন্তে মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এই মাঙ্গলিক অনুষ্ঠানে সমাপ্তি হবে বলে জানা যায়।
এবিষয়ে আরো জানান তারা এই মাঙ্গলিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে মহা নাম কির্তন পরিবেশন করবেন,  পঞ্চতত্ত্ব সম্প্রদায়, দিনাজপুর, মা ভবানী সম্প্রদায়,সিরাজগঞ্জ,মা বাসন্তী সম্প্রদায়,টাঙ্গাইল, রাধা গোবিন্দ সম্প্রদায়,রাজশাহী,  নিত্য নিরাঞ্জন সম্প্রদায়, নাটোর ও ব্রজ রাখাল সম্প্রদায়, (স্বাগতিক) দল এই নামযজ্ঞ অনুষ্ঠানে নাম কির্তন পরিবেশন করবেন বলে জানান তার  এবং ধর্মবর্ণ দল মত র্নিবিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।