বগুড়ার ৭টি আসনে ৮৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
উৎসব মুৃখর পরিবেশের মধ্যে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনে মোট ৮৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়।
এতে বগুড়া (১ সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মোট ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, সাহাদারা মান্নান (আওয়ামীলীগ), মোঃ শোক রানা (স্বতন্ত্র), মোঃ ইয়াসির রহমতুল্লাহ ইমাজ (স্বতন্ত্র), শাহাজাদি আলম লিপি (স্বতন্ত্র), মোঃ সাহান আকবর আফজাল (জাসদ), মোঃ ইবনে সাফি বিন হাবিব (এনপিপি), আবদুর রহমান (স্বতন্ত্র), এন এম আবু জিহাদ (তৃণমূল বিএনপি), মোঃ নজরুল ইসলাম (খলাফত আন্দোলন), মোঃ আনোয়ার হোওেসন (তরিকত ফেডারেশন), মোঃ গোলাম মোস্তফা বাবু (জাতীয় পার্টি), কে এস এম মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র)।
বগুড়া-২(শিবগঞ্জ) আসনে ১০ জন, প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, আল ফারাবি মোঃ নুরুল ইসলাম (স্বতন্ত্র), শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি), মোছাঃ বিউটি বেগম (স্বতন্ত্র), মোঃ বজলুর রহমান (তৃণমূল বিএনপি), মোঃ আকরাম হোসেন (স্বতন্ত্র), বরকত উল্লাহ (বিএনএফ), মোঃ ইউনুস আলী (এনপিপি), তৌহিদুর রহমান মানিক (আওয়ামীলীগ), মোঃ আজগর আলী ফকির (জাকের পার্টি), মোঃ মুনসুর রহমান শেখ (বাংলাদেশ কংগ্রেস)।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) থেকে ১৬ জন, প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ জাকির হোসেন (স্বতন্ত্র), মোঃ নুরুল ইসলাম তালুকদার (জাতীয় পার্টি), মোঃ আফজাল হোসেন (স্বতন্ত্র), মোঃ জামিলুর রশীদ তালুকদার( স্বতন্ত্র), মোঃ আব্দুল মোত্তালেব (তৃণমূল বিএনপি), মোঃ ফেরদৌস স্বাধীন ফিরোজ (স্বতন্ত্র), মোঃ তাজ উদ্দিন মন্ডল (বাংলাদেশ কংগ্রেস), মোছাঃ আফরিনা পারভিন (বিএসপি), মোঃ আব্দুল মালেক সরকার (জাসদ), অজয় কুমার সরকার(স্বতন্ত্র), , মোঃ সিরাজুল ইসলাম খান রাজু (আওয়ামীলীগ), খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেগহদী (স্বতন্ত্র), মোঃ গোলাম মোস্তফা(জাকের পার্টি), মোঃ রফিকুল ইসলাম (বিএনএফ), মোঃ এরশাদুল হক (স্বতন্ত্র)।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১০ জন, প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, একেএম রেজাউল করিম তানসেন (জাসদ), মোঃ মোশফিকুর রহমান (স্বতন্ত্র), জিয়াউল হক (স্বতন্ত্র), মোঃ আব্দুর রশিদ (জাকের পার্টি), মোঃ মনোয়ার জাহিদ (এনপিপি), শাহিন মোস্তফা কামাল (জাতীয় পার্টি), মোঃ হেলাল উদ্দিন কবিরাজ (আওয়ামীলীগ), মোঃ আশরাফুল হোসেন আলম (বাংলাদেশ কংগ্রেস), মোঃ জালাল উদ্দিন তৃণমূল বিএনপি, মঞ্জুরুল ইসলাম (গণতন্ত্রী পার্টি)।
বগুড়া-৫ শেরপুর-ধুনট) আসনে ৮জন, প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এরা হলেন, মোঃ রাসেল মাহমুদ (জাসদ), মোঃ মাসুম রানা ওয়াসীম (জাকের পার্টি), মোঃ আব্দুর নুর শেখ (এনপিপি)মোঃ মজিবর রহমান মজনু (আওয়ামীলীগ), মোঃ নজরুল ইসলাম (ইসলামি ঐক্যজোট), মোঃ ওমর ফারুক (জাতীয় পার্টি), মোঃ আলী আসলাম হোসেন (বিএনএফ), মামুনার রশিদ (বাংলাদেশ কংগ্রেস)।
বগুড়া-৬ (সদর) ৮ জন, প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, মোঃ ফয়সাল বিন শফিক (জাকের পার্টি), সৈয়দ কবির আহম্মেদ (স্বতন্ত্র), মোঃ আব্দুল মান্নান (স্বতন্ত্র), নয়ন রায় (স্বতন্ত্র), মোঃ আজিজ আহম্মেদ (জাতীয় পার্টি), মোঃ ইমদাদুল হক (জাসদ), রাগেবুল আহসান রিপু (আওয়ামীলীগ), মোঃ শাহীন ইসলাম (এনপিপি)।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ২৫ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তারা হলেন, আমজাদ হোসেন (স্বতন্ত্র), জুলফিকার আলী (স্বতন্ত্র), রাকিব হাসান (জাতীয় পার্টি জেপি), আসাফুদৌলা সরকার (স্বতন্ত্র), সরকার বাদল (স্বতন্ত্র), আতাউর রহমান (স্বতন্ত্র), রেজাউল করিম বাবলু (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান মিলু (স্বতন্ত্র), এটিএম আমিনুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ এনামুল হক (মুক্তিজোট), মোঃ জহুরুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ ফজলুল হক (এনপিপি), মোঃ মোস্তফা আলম (আওয়ামীলীগ), মেহেরুল আলম মিশু (বাংলাদেশ কংগ্রেস), মোঃ রনি (বিএনএম), মোঃ আব্দুর রাজ্জাক (জাসদ), মোঃ আব্দুল মজিদ (জেপি), মোঃ ফারুক আহম্মেদ (স্বতন্ত্র), মোঃ নাজির মাহমুদ রতন (জাকের পার্টি), মোঃ আমিনুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ ছারোয়ার হোসেন (স্বতন্ত্র), নজরুল ইসলাম মিলন (স্বতন্ত্র), মোঃ মেজবাউল আলম (স্বতন্ত্র), মোঃ মানিকুর রহমান (স্বতন্ত্র)।

মনোনয়নপত্র দাখিল করার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোট, এনপিপি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি এস পি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বি এন এফ, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় পার্টি ( জেপি), বি এন এম, গণতন্ত্রী পার্টিসহ একাধিক দলের প্রার্থী রয়েছেন।
বগুড়ায় সবচেয়ে বেশি প্রার্থী ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে। এই আসনে মোট প্রার্থী ২৫ জন। তার মধ্যে ১৫ জন স্বতন্ত্রভাবে মনোনয়ন দাখিল করেছেন। নৌকা, জাতীয় পার্টি ছাড়াও মুক্তিজোট, এনপিপি, বাংলাদেশ কংগ্রেস, জাসদ, জেপি, জাকের পার্টির প্রার্থীরা আছেন এই তালিকায়।

বগুড়ার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩২১ এবং নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬৯টি। ভোট কক্ষ স্থায়ী ৫ হাজার ৮১৫টি ও অস্থায়ী ৪০৮ টি মিলে মোট ৬ হাজার ২২৩ টি কক্ষে ভোট দিবেন জেলাবাসী।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই শুরু ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে বগুড়ায় মনোয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬ থেকে ১৫ ডিসেম্বর। এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।