দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও আলু ও লেবুর

জীবনযাপন
Spread the love

দেশি পেঁয়াজের বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা পাল্লা (৫ কেজি), পাকিস্তানি ৩০০ টাকা। তবে এটি পাইকারি বাজারের হিসেবে। খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
[৩] রসুনের দামও বেড়েছে। দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ১২০ টাকা করে। ইন্ডিয়ান রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা ।
[৪] কাঁচা বাজারে লাউ ২৫-৩০, কুমড়া ৩০-৩৫, ফুল কপি ২৫-৩০, বাঁধা কপি ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন ২০-২৫, সিম ২৫-৩০, ঢেড়শ ৫০-৫৫, উস্তা ২৫-৩০, করোলা ৩০-৩৫, বরবটি ৪০, ঝিঙ্গা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রকার ভেদে প্রতি ডর্জন (১২ পিস) লেবু ১২০-২৫০ টাকা। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়।
[৫] কলমি, পুই, লাউ, লাল, পালং, ডাটা শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১০-৩০ টাকা করে।
[৬] পেঁয়াজ ব্যবসায়ী সোহেল বলেন, মানুষের চাহিদা কারণে এই অবস্থা। যার ৫ কেজি লাগবে সে নিয়েছে ২০ কেজি। এই অবস্থায় সংকট সৃষ্টি হয়েছে।