নিরাপদ ও স্মার্ট গাবতলী উপজেলা গড়ে তুলতে চাই -কৃষিবিদ সিটন

দেশবাণী
Spread the love

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া মার্কা) কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে গ্রামে গ্রামে সম্প্রীতি তৈরী করে নিরাপদ ও স্মার্ট গাবতলী উপজলো গড়ে তুলবো। এই গাবতলী উপজলোবাসীকে শোষণ বঞ্চনার হাত রক্ষা করার জন্য সকল অন্যায় অবিচার জুলুম ও অত্যাচাররে বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কখনোও আপোষ করবো না। আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করবেন, আমাকে বিশ্বাসের সাথে বুকে টেনে নিবেন। আমি আপনাদের বিশ্বাসের যথাযথ মূল্যায়ন করবো। জীবনের বাকি সময়টুকু আমি আপনাদের সেবায় উৎর্সগ করতে চাই।
গত শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার সুখানপুকুর বন্দরে নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম মতিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক (ভারঃ) সভাপতি আব্দুস সালাম ভূলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা আ’লীগের সারেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, ক্ষেতলাল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তফা জামান বাবু, প্রার্থী সিটনের বাবা সাবেক প্রধান শিক্ষক শরৎ চন্দ্র রায়, আ’লীগ নেতা মাহবুব মিলটন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ পাল জর্জ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পামেল বড়ুয়া, জেলা কৃষকলীগ নেতা আইনুল হক বিদ্যুৎ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক টিটু, আ’লীগ নেতা আব্দুস সোবহান প্রমুখ।