পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ৬ কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

রেলওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তরের দেবদাস ভট্টাচার্য্য, ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম, নৌপুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভুঞা।

এছাড়া পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।