দুপচাঁচিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

দেশবাণী
Spread the love

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘কৃষিকাজে প্রযুক্তি, দুপচাঁচিয়ার সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোক্তাদির লেমন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, নার্সারীর মালিকগণ উপস্থিত ছিলেন। আগামী ২জুন বিকালে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। মেলায় কৃষি সংক্রান্ত ১৫টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।