নকল স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারক সহ ৫ জন গ্রেপ্তার

দেশবাণী
Spread the love

উজ্জ্বল চক্রবর্তী শিশির, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারক সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের তালুচ এলাকা থেকে কে নকল সোনালী রঙের গণেশ মূর্তিসহ ছাতনি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন প্রামানিক(৫৩), তালুচ পূর্বপাড়া গ্রামের মোকছেদ আলী প্রামানিক এর ছেলে হেলাল উদ্দিন প্রামানিক(৫০)কে গ্রেপ্তার করে।
এছাড়াও দুপচাঁচিয়া সদরের সঞ্জয়পুর গ্রামের মোবারক আলী প্রাংএর ছেলে নাইম ইসলাম প্রাং ২৫০ পিস নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রয় করার সময় ভেলুরচক হতে গ্রেপ্তার করে।
এছাড়াও আটগ্রাম নগরপাড়া গ্রামের বুলু প্রামাণিকের ছেলে আব্দুল আজিজ(২৫), ও আটগ্রাম সাহাপাড়ার শাজাহান আলী মন্ডলের ছেলে সুজন মন্ডল(২৬) কে ধাপেরহাট এলাকায় সন্দেহ ভাবে ঘোরাফেরার করায় গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকল আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।