দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

দেশবাণী
Spread the love

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট উপলক্ষে এক আলোচনা সভা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও ইউপি সচিব পলাশ কুমারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আরহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গুনাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, মেহেরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মনোয়ার হোসেন চৌধুরী লিখন, ইমরুল খন্দকার, শাহীন আলম, ইদ্রিস আলী, আনারুল তালুকদার প্রমুখ। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, সমাজসেবক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের ২০২২-২৩ অর্থ বছরের ১কোটি ৪৭লাখ ৬৯হাজার ৭’শ ১৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন।