আইক্লাউডের তথ্য এনক্রিপ্ট করবে না অ্যাপল

তথ্য প্রযুক্তি
Spread the love

বাংলাবাণী ডেস্কঃ আইক্লাউডে ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন’ সুবিধা চালুর পরিকল্পনা করলেও এফবিআইয়ের চাপের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছে অ্যাপল।

অনলাইন স্টোরেজ সেবাটিতে এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের বিনিময় করা সব বার্তা এনক্রিপ্ট বা বিশেষ কোডে পরিণত করে সংরক্ষণ করা যেত। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাইবার অপরাধী বা হ্যাকাররা স্টোরেজ সেবাটি হ্যাক করলেও বার্তা পড়তে পারত না। এমনকি অ্যাপল কর্তৃপক্ষও জানতে পারত না।

আর তাই তদন্তের স্বার্থে এ প্রযুক্তি বাস্তবায়ন না করতে অ্যাপলকে অনুরোধও করে মার্কিন সংস্থাটি।

সূত্র : ইন্টারনেট