২০২২ বিশ্বকাপ নিশ্চিত যাদের

খেলা
Spread the love

ডেস্ক : ২০২২ এর কাতার বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে। বাছাইয়ের ১০ গ্রুপ চ্যাম্পিয়ন উঠেছে মূলপর্বে, ১০ গ্রুপ রানার্সআপের জায়গা হয়েছে প্লে-অফ পর্বে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরো দুটি দল।
১২ দলের ওই প্লে-অফ থেকে কাতারের টিকিট পাবে তিনটি দল। ১২টি দলকে তিন গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড। প্রতিটি গ্রুপে থাকবে দুই লেগের সেমিফাইনাল। ফাইনাল হবে এক লেগের। চ্যাম্পিয়ন দল টিকিট পাবে বিশ্বকাপের।
এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত যাদের: কাতার (স্বাগতিক), সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল ও আর্জেন্টিনা।
ইউরোপ অঞ্চলের প্লে-অফে যারা: পর্তুগাল, সুইডেন, ইতালি, ইউক্রেন, ওয়েলস, স্কটল্যান্ড, তুরস্ক, রাশিয়া, পোল্যান্ড, উত্তর ম্যাসিডোনিয়া, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র (শেষ দুই দল এসেছে উয়েফা নেশনস লিগ থেকে)।