ষাঁড়ের দাম কোটি রুপি

অর্থনীতি
Spread the love

ডেস্ক : একটি ষাঁড়ের দাম ১ কোটি রুপি। আর এই ষাঁড়ের শুক্রানুর প্রতি ডোজ বিক্রি হয়েছে এক হাজার রুপিতে। শুনে অবাক লাগছে? ষাঁড়টির নাম কৃষ্ণ। বয়স সাড়ে তিন বছর। ভারতের বেঙ্গালুরুর কৃষিমেলায় ষাঁড়টি বিক্রি হয় ওই টাকায়।
ষাঁড়টির মালিক বোরেগৌড়া সংবাদ সংস্থা এএনআইকে জানায়, অল্প বয়স্ক ষাঁড়টি হাল্লিকা জাতের। এই জাতের ষাঁড়ের প্রজনন ক্ষমতা খুবই বেশি। কৃষ্ণের শুক্রাণুর চাহিদা বেশি থাকায় প্রতি ডোজ ১ হাজার রুপিতে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে শুধু দামের কারণে নয় বরং জাত এবং প্রজনন ক্ষমতার কারণেও ষাঁড়টি বেঙ্গালুরুর কৃষি মেলার আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
সাধারণত এই মেলায় বা অন্য জায়গায় ষাঁড় বিক্রি হয় ১ থেকে ২ লাখ টাকার বিনিময়ে। সেখানে এই ষাঁড়টির দাম ধরা হয় ১ কোটি রুপি। যা সাধারণ বাজার দরের চেয়ে ৫০ থেকে ১০০ গুণ বেশি। অনেকের মনে তাই প্রশ্ন কী এমন বিশেষত্ব কৃষ্ণের? যার কারণে এত দামে বিক্রি করা হয়েছে ষাঁড়টি?