হরমোনজনিত মেছতা

জীবনযাপন
Spread the love

মেছতা বেশ প্রচলিত ত্বকের সমস্যা। এর পেছনে বিশেষ কারণ থাকতে পারে। তবে এটি প্রধানত হরমোনের কারণে বেশি হয়। প্রোজেস্টেরন হরমোনের প্রভাব শরীরে বেশি হলেই মেছতা সমস্যা দেখা দেয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে এটি ইডিওপেথিক।

দেখা যায় নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মেছতা প্রতিরোধের তেমন কোনো উপায় নেই। কিছু কিছু রোগ আছে, যা আগে থেকে প্রতিরোধ করা সম্ভব নয়। এ ধরনের চর্মরোগ কারও হয়ে থাকলে চিকিৎসা নিতে হবে। তবে প্রাথমিকভাবে কেউ চিকিৎসকের পরামর্শ নিলে সুস্থ হতে পারেন।

যখনই গালে একটুখানি বাদামি রঙের দাগ পড়ছে, হালকা হালকা বা খয়েরি রঙের দাগ দেখা যাচ্ছে, সঙ্গে  সঙ্গে চিকিৎসকের কাছে চলে আসবেন। সেটা নিয়ে অপেক্ষা না করে, কারও পরামর্শে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার না করে, যদি চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে নির্মূল করা সম্ভব। সেটি অনেক বেশি সহজ হবে।

তাই সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন।

লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল