সোনাতলায় লীটন পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
বগুড়ার সোনাতলা উপজেলায় পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিনহাদুজ্জামান লীটন। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২০ হাজার ৮৩৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ২৪৫টি।

এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৮ হাজার ২৭৮টি, যা মোট ভোটের ১৭.২১ শতাংশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে উপজেলা সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৫৩টি কেন্দ্রের ফলাফলে ১৩ হাজার ৫৯২ ভোটের ব্যবধানে মিনহাদুজ্জামান লীটন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করেছেন। এতে বেসরকারিভাবে মিনহাদুজ্জামান লীটনকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।