জাল ভোট দেওয়ায় এজেন্টকে কারাদণ্ড

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
বগুড়ার গাবতলী উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে আনারস প্রতীকের প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্ট এমদাদ আলীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে গাবতলী থানায় আদালত বসিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা এ রায় দেন।

এর আগে, গাবতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় দুপুর ১২টার দিকে রামেশ্বাপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুম কলি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও আনারস প্রতীকে সিল দেওয়া ৯০০টি ব্যালট জব্দ করা হয়। সাথে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও শাজাহান হোসেনকেও গ্রেফতার করে পুলিশ। হাতেনাতে গ্রেফতারের পর প্রায় ৩০০টি জাল ভোট বাক্সে ফেলানোর অভিযোগ স্বীকার করেন ওই প্রিজাইডিং কর্মকর্তা।
গাবতলী থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুস শুকুর জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রিজাইডিং অফিসার শাজাহান ও এমদাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। এ ছাড়াও এমদাদের কাছ থেকে সিল দেওয়া ব্যালট পাওয়ায় বিচারক এক বছরের কারাদণ্ড দিয়েছেন।