রোগীরদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে-এমপি ডাঃ নান্নু

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, চিকিৎসা সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার। প্রতিটি চিকিৎসা কেন্দ্রে আধুনিকায়নের মধ্যদিয়ে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। মানুষকে আর বিনা চিকিৎসায় মরতে হয় না। হাসপাতালে বিনা টাকায় ওষুধ পাচ্ছেন রোগীরা। তিনি বলেন, রোগীরদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। রোগীদের সঙ্গে ভালোভাবে হাসিমুখে কথা বলতে হবে এবং ভালো সেবা দিতে হবে। পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে ডক্তারী পেশাকে সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। তাহলেই ডাক্তারদের মর্যাদা সমাজে আরো উজ্জ্বল হবে।
শনিবার বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে হাসপাতাল চত্তরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন শিল্পির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শজিমেক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল, পরিচালক ব্রিগেডিয়া জেনারেল জুলফিকার আলম, উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক মেডিসিন ডাঃ মনিরুজ্জামান, বগুড়া সিভিল সার্জন ডাঃ শফিউল আজম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ কাজী মিজানুর রহমান, গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ লতিফুল বারী সাকিল ও ডাঃ সাবা তাসফিয়া আলম এর পরিচায়নায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু’র কন্যা ডাঃ সিবাত মাসনুভা নমি। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ আজমিরুল ইসলাম, ডাঃ জিল্লুর রহমান, ডা তমাল, নিভা রানী প্রমুখ। এ সময় ১২টি উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।