রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল

খেলা
Spread the love

বাংলা ডেস্ক :
মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে কোপা দেল রের শেষ চারের প্রথম লেগে আজ বৃহস্পতিবার মুখোমুখি হবে লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। গ্যালাকটিকোদের হোম ভেন্যু সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

মৌসুমের প্রথম দেখায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ। জাভির অধীনে চার বারের দেখায় সমান দুই জয় দুই দলের। তবে কোপা দেলরেতে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রেখেছেন বার্সা কোচ।

আসন্ন ম্যাচে মাঠে নামার আগে নিকট অতীতের স্মৃতি কথা বলছে বার্সার হয়ে। কারণ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গত ১৬ জানুয়ারি সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে লস ব্লাঙ্কোসদের ৩-১ গোলে পরাজিত করে মৌসুমের প্রথম শিরোপার স্বাদ পায় কাতালান পাড়ার দলটি। তাই আত্মবিশ্বাসের দিক থেকে অনুমিতভাবেই এগিয়ে থাকবে বার্সা।

যদিও সুপার কাপ জেতার স্মৃতি নিয়ে পড়ে থাকার সুযোগ দেখছেন না জাভি হার্নান্দেজ। আসন্ন ম্যাচে রিয়ালকে এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ফুটবলার। কার্লো আনচেলত্তির দলের সাম্প্রতিক ফর্ম এর প্রধান কারণ। তবে আগেই আত্মসমর্পণ করছেন না জাভি।

ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘ম্যাচে রিয়াল মাদ্রিদকে ফেভারিট মনে করি আমি। কারণ তারা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপার কাছে আছে। দলটি অনেক শক্তিশালী। সবশেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে। সুপার কাপের ফাইনালে অসাধারণ ফুটবল খেলে আমরা হয়ত তাদের হারাতে পেরেছি, কিন্তু ভুলে গেলে চলবে না এবারের ম্যাচটা তাদের মাঠে। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তারা পাঁচ গোল করেছে।’