অস্তিত্ব সঙ্কটে ভুগছে চিনের মহাপ্রাচীর

আন্তর্জাতিক
Spread the love

পৃথিবীর মাটিতে মানুষের তৈরি দীর্ঘতম সৃষ্টি | বলা হয়‚ মহাকাশ থেকেও নাকি পৃথিবী থেকে শুধু এটাই দৃশ্যমান হয় | যদিও তা বিতর্কিত | কিন্তু সেটা বাদ দিলেও অস্তিত্ব সঙ্কটে ভুগছে চিনের মহাপ্রাচীর | ইতিমধ্যেই নাকি এই সৃষ্টির ৩০ % অংশ অদৃশ্য হয়ে গেছে | ইউনেস্কোর এই হেরিটেজ সাইটের অবলুপ্তির জন্য মানুষ এবং প্রকৃতি‚ দুজনেই দায়ী |

মিং বংশের শাসনে খ্রিষ্ট পূর্ব তৃতীয় শতকে প্রথম শুরু হয় প্রাচীর তৈরির কাজ | চিনের পূর্ব উপকূলে সাংহাইগুয়ান থেকে পশ্চিমে গোবি মরুভূমির প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর একটানা ভাবে দাঁড়িয়ে নেই | মাঝে মাঝেই বিচ্ছিন্ন | ধ্বংসলীলায় এর মধ্যেই হারিয়ে গেছে প্রাচীরের ১হাজার ৯৬২ কিলোমিটার |

একসময় চিনের সুরক্ষার জন্য তৈরি হয়েছিল এই প্রাচীর | সেখান থেকে এখন অবলীলায় স্থানীয় গ্রামের বাসিন্দারা খুলে নিয়ে যায় ইট আর পাথর | নিজেদের বাড়ি বানাবে বলে | পর্যটকদের কাছে বিক্রিও হয়ে যায় | কিছু ডলার বা ইউয়ানের বিনিময়ে | ক্ষতির কথা না ভেবে পর্যটকরাও সেটি পকেটস্থ করেন চিন ভ্রমণের স্মারক হিসেবে |

এই স্থাপত্যের ভিত এতই দুর্বল হয়ে গেছে‚ সহ্য করতে পারে না প্রাকৃতিক বিপর্যয় | বর্ষাকালের ঝড় বৃষ্টিতেও প্রবল ক্ষতি হয় এই প্রাচীরের | তার গায়ে গজিয়ে ওঠা গাছের শিকড়ও ফাটল ধরাচ্ছে যত্রতত্র | আর আছে অতিমাত্রায় পর্যটক দৌরাত্ম্য | চিনা পর্যটনের মূল আকর্ষণ এই প্রাকার | কিন্তু সেটাই তার জন্য বিপদের উৎস হয়ে দাঁড়িয়েছে | যে প্রাচীরের উপর দিয়ে একসময় ঘোড়া ছুটিয়ে টহল দিত সশস্ত্র রক্ষী‚ সেই প্রাচীর এখন নিজেই রক্ষা পেতে চাইছে | নিজের উপস্থিতি টিকিয়ে রাখতে |