৮ দফা দাবিতে- বগুড়ায় মানববন্ধন-সমাবেশ

জেলার খবর
Spread the love

বাংলা বাণী:
হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুন:বিবেচনা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক উচ্ছেদ নয়, আধুনিকায়ন করা এবং বি.আর.টি.এ প্রস্তাবিত ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ দ্রুত চূড়ান্ত করে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইকের দ্রুত নিবন্ধন, রুট পারমিট-লাইসেন্স প্রদানসহ রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৮দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করে এই পেশার সাথে যুক্ত ৫০ লক্ষ মানুষের জীবন-জীবিকা রক্ষার দাবিতে- কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় সাতমাথায় মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের বগুড়ার সংগঠক রাফিউল আলম সুমন। পরিচালনা করেন সংগ্রাম পরিষদের বগুড়ার সংগঠক, শ্রমিক নেতা মাসুদ পারভেজ। বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের বগুড়ার সংগঠক অ্যাডভোকেট দিলরুবা নূরী, শ্রমিক নেতা এহেসানুল পান্না, আমিনুল হক রুকু, সুকুমার দাস, ইমতিয়াজ, মুকুল, মামুন, তসলিম, তাহসিন, আমিন উদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ, খসড়া প্রস্তাবনাতে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইককে যুক্ত করে ৫০ লাখ চালক-মালিক এবং তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের কথা ভেবে একটি বিজ্ঞান সম্মত ও মানবিক পদক্ষেপ হিসেবে অবিলম্বে সকল ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানের দাবি জানান।