‘১০ মার্চ থেকে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস’

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
রমজান মাস উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে রাজধানীর ৩০ স্থানে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হবে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সোমবার এ তথ্য জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী। আগামী ১০ মার্চ এর উদ্বোধন করা হলেও এটি ঈদের আগের দিন পর্যন্ত চল‌বে।

প্রাণিসম্পদ মন্ত্রী জানান, ১০ মার্চ থেকে ঢাকার ৩০ স্থা‌নে ভ্রাম্যমাণ ট্রাক সে‌লের মাধ্যমে গরুর মাংস বিক্রি করা হবে ৬০০ টাকায়, খাসির মাংস ৯০০ টাকা, সলিড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়। ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের ভূ‌মিকা নি‌য়ে মন্ত্রী ব‌লেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করব। এবার ডিসিরা তাদের সকল সামর্থ্য নিয়ে বাজার নিয়ন্ত্রণে একমত হয়েছেন।