সৌদি অভিষেকে হ্যাটট্রিক ফিরমিনোর

খেলা
Spread the love

বাংলা ডেস্ক :
সৌদি আরবের ক্লাব আল আহলির হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছেন রর্বাতো ফিরমিনো। তার তিন গোলে আল হাজমের বিপক্ষে লিগ মৌসুমের প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছে দলটি।

সৌদিতে ফুটবলের নতুন হাওয়া লেগেছে। প্রো লিগের দলগুলো কাড়ি কাড়ি অর্থ ঢেলেছে ফুটবলের দলবদলের বাজারে। ইউরোপের লিগ থেকে কিনেছে নামী-দামী ফুটবলার। সৌদি লিগের অভিজাত ক্লাব আল আহলিও তার ব্যতিক্রম নয়।

তারা নতুন মৌসুম সামনে রেখে লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোকে দলে ভিড়িয়েছে, ম্যানসিটি থেকে এনেছে রিয়াদ মাহরেজকে। এছাড়া চেলসির সেনেগালিচ গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি যোগ দিয়েছেন আহলিতে।

তাদের নিয়ে যাত্রাটা ভালো হয়েছে সৌদি লিগের প্রতিষ্ঠাতা চার ক্লাবের একটি আল আহলির। ম্যাচের ৬ মিনিটে ফিরমিনোর গোলে প্রথম লিড নেয় তারা। দশ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এক গোল শোধ করে হাজম। দলটির হয়ে গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস গোয়েস বারবোসা। ওই গোলে হাজম ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও ৭২ মিনিটে আহলির নাম্বার টেন জার্সি পাওয়া ফিরমিনো হ্যাটট্রিক পূর্ণ করে দলকে বড় জয় এনে দেন।