সাংবাদিককে সন্ত্রাসী আখ্যায়িত করায়, গাবতলী প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে নব কুমার সূর্য্য নামের কথিত এক ভুয়া সাংবাদিক ঐতিহ্যবাহী গাবতলী প্রেসক্লাব ও প্রেসক্লাবের সভাপতি রায়হান রানাসহ ৪জন সাংবাদিক সম্পর্কে ১২ অক্টোবর রাতে ‘এনকে সূর্য্য’ নামে ফেসবুক আইডি থেকে অশালীন ও মিথ্যা তথ্য প্রচার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন, গাবতলী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
নামধারী এই হলুদ সাংবাদিককে অতিদ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা, সাবেক সভাপতি এনামুল হক (করতোয়া) ও রেজাউল বারী (সাতমাথা), বর্তমান সহ-সভাপতি সাব্বির হাসান (দৈনিক যায়যায়দিন ও চাঁদনী বাজার), সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল (দৈনিক ইনকিলাব ও উত্তর কোণ), সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান (দৈনিক ঢাকার ডাক), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম লাকী (দৈনিক ভোরের ডাক), সাংবাদিক আবু মুসা (দৈনিক ভোরের কাগজ), আমিনুল আকন্দ (দৈনিক সংবাদ সারাবেলা ও প্রভাতের আলো), নজরুল ইসলাম (দৈনিক জয়যুগান্তর), আরিফুর রহমান বয়েল (দৈনিক আনন্দ বাজার ও মুক্ত বার্তা), আতায়ার রহমান বিপ্লব (দৈনিক দেশেরপত্র ও মায়ের আচঁল), তোহাব রহমান (চ্যালেন-এস), রিয়াজ আহম্মেদ (চ্যালেন-এস) ও ছামিউল ইসলাম শামীম (আনন্দ টিভি)।