শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
শনিবার (২১ অক্টোবর) বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ এর উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া পৌর কমিটির সার্বিক ব্যবস্থাপনায়, দুর্জয় ক্লাব, চেলোপাড়া বগুড়ায় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিব শঙ্কর স্মৃতি স্বরণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক বগুড়ার সভানেত্রী ও পুলিশ সদর দপ্তরের (ক্রাইম এ্যানালাইসিস) সুনন্দা রায়, বিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। সেইসঙ্গে পূজা উপলক্ষে
বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের অর্থায়নে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণের উদ্যেগের ভুয়সী প্রশাংসা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরাফত ইসলাম সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।