শাজাহানপুরে মুক্তিযোদ্ধার সন্তানের জমিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশবাণী
Spread the love

বাংলা বানী:
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বগুড়ার শাজাহানপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তান ওবায়দুর রহমান খান।
বুধবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার মো: আজিজুর রহমান সুমনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, লিয়াকত আলী, হাবিবর রহমান, মো: মনির, খোকন, আসমা প্রমুখ।
বক্তারা বলেন, রেজিস্ট্রিকৃত দলিলে ক্রয় করা সম্পত্তি খাজনা খারিজ করা অবস্থায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ওবায়দুর রহমান ও তার ভাই শাহাদৎ হোসেন এবং তাদের পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল খায়ের খান ভোগ দখল করা কালে মাঝিড়া কালী মন্দির কমিটির লোকজন উক্ত জমি তাদের মন্দিরের বলে দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ মার্চ মন্দির কমিটির লোকজন উক্ত জমিতে অবস্থিত ওবায়দুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এর আগে ১৯৯১সালে উক্ত মন্দির কমিটির লোকজন জমিটি তাদের দাবি করে আদালতে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটি আদালতে খারিজ হয়ে যায়। এরপর ২০১৯ সালে আবারো মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশীষ শাহ বাদী হয়ে আদালতে একটি বন্টননামা মামলা দায়ের করেন। যা বর্তমানে চলমান রয়েছে।
বক্তারা আরও বলেন, মন্দির কমিটি আদালতের দ্বাড়স্থ হয়ে সুবিধা করতে না পেরে একের পর এক হামলা চালিয়ে জোরপূর্বক উক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় মুক্তিযোদ্ধার সন্তানের বৈধ জমি রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।