রেমিট্যান্স প্রবাহে বইছে সুবাতাস

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
দেশে রেমিট্যান্স প্রবাহে বইছে সুবাতাস। ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। যা চলতি অর্থবছরে সর্বোচ্চ। রোববার (৩ মার্চ) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ের পর থেকে গত আট মাসে এক মাসে আসা এটিই সর্বোচ্চ রেমিট্যান্স। গত বছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা জানান, গত মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহের গতি ভালো ছিল। তখনই রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হয়েছিল। মূলত বাড়তি প্রণোদনার ঘোষণায় বাড়ছে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা।

এদিকে, গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। যা ছিল বিগত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর গত নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৩ কোটি ৪০ হাজার, ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।