মিসরে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত দুই শতাধিক

অন্যান্য
Spread the love

মিসরের উত্তর সিনাই উপত্যকার একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় দুই শতাধিক মুসুল্লি নিহত হয়েছেন।

Egyptians walk past bodies following a gun and bombing attack at the Rawda mosque, roughly 40 kilometres west of the North Sinai capital of El-Arish, on November 24, 2017.
A bomb explosion ripped through the mosque before gunmen opened fire on the worshippers gathered for weekly Friday prayers, officials said.
/ AFP PHOTO / STRINGER

এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এ তথ্য জানিয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১২৫ জন।

দেশটির সংবাদ মাধ্যম আল আহরামের খবরে বলা হয়, আরিশ শহরের পশ্চিমে বীর আল আবেদ এলাকায় আল রাউদাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদের মধ্যে ডেটোনেটর দিয়ে বোমার বিস্ফোরণের পর হামলাকারী প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবরে বলা হয়, ৩০টি অ্যাম্বুলেন্স হতাহতদের হাসপাতালে নেয়ার কাজে ব্যবহার করা হচ্ছে।

ঘটনার পর পরই দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে নিরাপত্তা কমিটির সভা আহ্বান করেছেন।

মিসরের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, এঘটনায় প্রেসিডেন্টের দফতর থেকে ৩দিনের শোক ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র: আল-আহরাম, এএফপি।