ভিন্নমত পোষণ করলেই নিস্তব্ধ করে দেয়া হচ্ছে: মির্জা ফখরুল

রাজনীতি
Spread the love

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আজকে দুঃখ হয় যখন দেখি গুণী মানুষ যারা রয়েছেন তাদের শুধু কথা বলার কারণে কারাগারে পাঠানো হয়। যদিও তারা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন না।

বিএনপি মহাসচিব বলেন, ঠিক একইভাবে মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছিল। তাকে দীর্ঘকাল কারাগারে আটক করে রাখা হয়েছিল। যে ভিন্নমত পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায়, এখন তাকে নিশ্চিহ্ন করা, নির্মূল করা অথবা স্তব্ধ করে দেয়ার কাজ চলছে। মির্জা ফখরুল বলেন, তালুকদার মনিরুজ্জামানরা সব সময় আসেন না। পৃথিবীতে ক্ষণজন্মা পুরুষ তারা। তিনি চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, বাংলাদেশে আদর্শ শিক্ষক বলতে যা বোঝায়, তালুকদার মনিরুজ্জামান তাই ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পথে দৌড়াননি। তিনি গবেষণা নিয়ে থাকতেন।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তাকে অনুসরণ করা গেলে দেশে শিক্ষার মান উন্নত হতো। গণফোরামের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইয়িদ বলেন, রাষ্ট্র ধ্বংসের উপত্যকার দিকে যাচ্ছে। এমন একটি সময় তালুকদার মনিরুজ্জামানের চিন্তা ও লেখালেখির প্রাসঙ্গিকতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম। সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক সি আর আবরার প্রমুখ।