ভারতের পর বাংলাদেশের ৪৪ প্রেক্ষাগৃহে সঞ্জয়ের ‘মানুষ’

বিনোদন
Spread the love

বাংলা ডেস্ক :
বাংলাশের নির্মাতা সঞ্জয় সমদ্দার নির্মিত প্রথম সিনেমা ‘মানুষ’। পশ্চিমবঙ্গে মুক্তির ঠিক বিশ দিন পরে এবার দেশে মুক্তি পেল সিনেমাটি। ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ অভিনীত এ সিনেমাটি গত বুধবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।

আজ থেকে বাংলাদেশের ৪৪ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সঞ্জয় সমদ্দার বলেন, ‘আমার প্রথম ছবি, চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। আশা করছি, আমাদের দর্শকরা সিনেমাটি গ্রহণ করবে। তাদের ভালো লাগার মতো সব ধরণের এলিমেন্টই রয়েছে এতে।’

এর আগে গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে ‘মানুষ’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন জিৎ। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। এছাড়াও রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায় জিতু কমল প্রমুখ।