বিদ্যুতের মূল্যেবৃদ্ধির চক্রান্ত্রের প্রতিবাদে এবং লোডশেডিং বন্ধের দাবিতে-বাসদ’র সমাবেশ

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
বিদ্যুতের মূল্যেবৃদ্ধির চক্রান্ত্রের প্রতিবাদে এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা আহবায়ক কমরেড অ্যাড.সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্যসচিব কমরেড অ্যাড. দিলরুবা নূরী, বাসদ বগুড়া জেলা সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি শ্রমিক নেতা কমরেড সাইফুজ্জামান টুটুল, বাসদ বগুড়া জেলা সদস্য, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক কৃষক নেতা কমরেড শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সহ সভাপতি রাধা রানী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন প্রমূখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির ফলে জনমনে যে অসন্তোষ তাকে প্রশমিত করার নামে এক ধাক্কায় দাম বাড়িয়ে অল্প অল্প করে কমানোর এই নীতি মূলত ব্যবসায়ী তোষণ নীতি। সরকার সকল প্রকার জ্বালানির দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়ে এবং ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধির করেছেন। এই মূল্য কমানোর কারণে পরিবহনের ভাড়া কমবে না বরং পরিবহন মালিকদের লাভ বাড়বে এবং সরকারের রাজস্ব কমবে মাত্র। এতে জনগণের উপকার হয় না বরং ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি হয় মাত্র। নেতৃবৃন্দ বিদ্যুতের মূল্যেবৃদ্ধির চক্রান্ত প্রতিহত এবং ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে জনগণের প্রতি গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।