বাংলাদেশ থেকে নাগরিকদের বিশেষ ফ্লাইটে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র

জীবনযাপন
Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর আকার ধারণ করায় আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল বন্ধ হওয়ায় বাংলাদেশে আটকে পড়া নিজেদের নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইট দেশের উদ্দেশে রওনা হবে বলে জানায় মার্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের দোহা হয়ে ওয়াশিংটন ডিসির ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবে। তবে দোহাতে যাত্রাবিরতি দিলেও উড়োজাহাজের ভেতরই থাকবেন যাত্রীরা।

অপরদিকে শনিবার বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ঢাকাস্থ দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যদি স্থগিত হওয়া ফ্লাইটে ইতিমধ্যে আপনার বুকিং থাকে, তাহলে আপনাকে ৭ এপ্রিল থেকে আবার চালু হওয়া সেই ফ্লাইটগুলোতে পুনরায় যেন বুকিং দেয়া হয়- সে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।