বর্ণবাদ ও ইসলামবিদ্বেষের অভিযোগে পুলিশি হেফাজতে মেসি-নেইমার-এমবাপ্পেদের কোচ

খেলা
Spread the love

বাংলা ডেস্ক :
পিএসজির হয়ে ভালো কিছু করতে পারেননি কোচ ক্রিস্টোফার গালতিয়ের। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেয়া হলেও এক বছর পরই তাকে বিদায় করে দেয় মেসি-নেইমার-এমবাপ্পেদের খেলা ক্লাব পিএসজি। ইতোমধ্যেই আগামী মৌসুমের জন্য নতুন কোচের খুঁজে রয়েছে ফরাসি ক্লাবটি। সেই ধাক্কা সামলে ওঠার আগে নতুন এক দুঃসংবাদ হাজির হয়েছে গালতিয়েরের সামনে। ইতোমধ্যে পুলিশি হেফাজতে আছেন তিনি।
২০২১-২২ মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব নিসের কোচ ছিলেন পিএসজির বর্তমান কোচ ক্রিস্তোফ গালতিয়ের। নিসের কোচ থাকাকালীন গালতিয়েরের বিরুদ্ধে বর্ণবৈষম্য ও ইসলামবিদ্বেষের অভিযোগ উঠেছে। শুক্রবার এ বিষয়ে তদন্তের জন্য তাকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে।

গালতিয়েরের পালক পুত্র জন ভ্যালোভিচ গালতিয়েরকেও হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ উঠলেও সেটি এখনো প্রমাণিত হয়নি। তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন কিংবা ছেড়ে দেওয়ার বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্তে আসতে হবে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।

গালতিয়েরের বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিলেন সাংবাদিক রোমেইন মলিনা। পরে আরএমসি স্পোর্তের অনুষ্ঠান আফতার ফুতে একটি ই-মেইল ফাঁস করেন দানিয়েল রাইওলি। ই-মেইলটি পাঠিয়েছিলেন নিসের সাবেক ক্রীড়া পরিচালক হুলিয়েন ফরনিয়ে।

মেইলে গালতিয়েরের মুসলিম ও বর্ণবিদ্বেষের চিত্র উঠে আসে। গালতিয়েরের ছেলে জানিয়েছিলেন, নিসের সেই দলটি গালতিয়েরের সঙ্গে যায় না। কারণ হিসেবে তিনি বলেছেন, দলে কৃষ্ণাঙ্গ আছে এবং অর্ধেক খেলোয়াড়ই শুক্রবার দুপরে মসজিদে যায়। দল থেকে মুসলিম খেলোয়াড় কমাতেও নাকি বলেছিলেন গালতিয়ের।