আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগিতা (মহিলা) পাবনা চ্যাম্পিয়ন

খেলা
Spread the love

বাংলা বাণী:
আন্তঃ জেলা ভলিবল ফেডারেশন (মহিলা) প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী অঞ্চলে পাবনা জেলা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। খেলায় তারা বগুড়া জেলা দলকে সরাসরি ৩ সেটে পরাজিত করে।
শনিবার বিকাল ৪ টায়, বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়াম সংলগ্ন ভলিবল গ্রাউন্ডে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদর রহমান মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক- সুলতান মাহমুদ খান রনি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন সদস্য রেজা আহম্মেদ রাজা, জাতীয় ভলিবল রেফারী- শফিকুর রহমান বাবুল, কোচ ও জাতীয় রেফারী খন্দাকার মুমিনুর রশিদ বাবু, ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য, ইদ্রিস আলী।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য- শফিকুল ইসলাম বাবু, সহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি নুরুল আলম টুটুল।
এদিকে সকল ৯ টায় ৪টি দলে অংশগ্রহণ করে উদ্বোধন অনুষ্ঠিত হয় । ১ম পর্বের খেলায় বগুড়া জেলা দল ২-০ সেটে নওগাঁ জেলা কে এবং পাবনা জেলা ২-০ সেটে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।