বজ্রপাতে সারাদেশে ৭ জনের মৃত্যু

দেশবাণী
Spread the love

সারাদেশে বজ্রপাতে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার (২৪ এপ্রিল)  ফরিদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, যশোর ও নোয়াখালীতে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুর , সদরপুর উপজেলার চরভদ্রাসন ও মাথাভাঙ্গায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। দুই কৃষকই গরু চড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গার শেষ মাথা ও পাশের মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে।

মাথাভাঙ্গার শেষ মাথা নামক স্থানে মারা যান জয়নাল মোল্লা (৩৯) নামে এক কৃষক। অপরদিকে একই সময় মাথাভাঙ্গার চরে নিহত হন হাশেম মোল্লা (৬১) নামে আরেক কৃষক।

ময়মনসিংহ , ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতের আঘাতে মঞ্জুরুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে।

যশোর , চৌগাছা উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে খলিলুর রহমান (১৫) নামে এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

নোয়াখালী . নোয়াখালীতে বজ্রপাতের শিকার হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়াও সুবর্ণচর উপজেলায় এক কিশোর বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পূর্ব শরীফপুর গ্রামের আবদুল অহিদ জিসান (২০), মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়।

লক্ষ্মীপুর . লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজন মারা গেছেন।

রায়পুরে বজ্রপাতে মুন্নি আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের চরআবাবিল গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে রামগঞ্জে ক্ষেতে ধান কাটার সময় বজ্রাঘাতে দুলা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।