বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গাবতলীতে উপজেলা প্রশাসন ও আ’লীগের কর্মসূচী পালিত

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে রোববার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগসহ সহযোগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন সংগঠন। শিশু সমাবেশ ও র‌্যালী শেষে ইছামতি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, খাদ্য কর্মকর্তা আবু সম্্রাট খান, শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ। শেষে বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু। পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মুকুল, কৃষি বিষয়ক সম্পাদক আবু হারেজ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, মহিলা আ’লীগের সম্পাদক নাজমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আ’লীগ নেতা জাহাঙ্গীর, আজিজার, সিরাজুল হক ফকির, রেজাউল করিম রাজ্জাক, আব্দুল করিম, উজ্জ্বল, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক পিপুল, ছাত্রলীগ নেতা রাকিব, কাজল, সৌরভ, সিহাব, নুর, রাহি, মিল্লাত প্রমুখ।