বগুড়ায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’র বিজয়ের সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসব

দেশবাণী
Spread the love
বাংলা বাণী:
বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েলের সম্পাদনা ও প্রকাশনায় ত্রৈমাসিক ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এর বিজয়ের সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার উন্নয়ন সংবাদ প্রচারের লক্ষ্যে নিয়মিত প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক “চিরঞ্জীব বঙ্গবন্ধু”। চিরঞ্জীব বঙ্গবন্ধু’র এটি ২য় প্রকাশনা।  চিরঞ্জীব বঙ্গবন্ধু’র প্রকাশক ও সম্পাদক আল রাজী জুয়েলের পরিচালনায় বিজয়ের সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সাংস্কৃতিক সম্পাদক এসএম শাজাহান, সদস্য গৌতম কুমার দাস, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বর্তমান সহ সভাপতি আব্দুস সালাম বাবু। চিরঞ্জীব বঙ্গবন্ধু ২য় প্রকাশনা উৎসবে জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক চিরঞ্জীব বঙ্গবন্ধু’র ২য় প্রকাশনা উৎসব বিজয়ের সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচনকালে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড নিয়ে প্রকাশিত হওয়া এই ত্রৈমাসিক প্রকাশনা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। একটি সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করে প্রকাশনা। যা বড় সংগঠনের জন্য  ভাল কাজ। প্রকাশনার মধ্যে দিয়ে একটি কর্মকাণ্ড বছরের পর বছর ধরে রাখা যায়। প্রকাশনা মানেই নতুন সংযোজন, সংরক্ষণ। জেলা আওয়ামীলীগের  দপ্তর সম্পাদকের এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রকাশনা উৎসবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সারাদেশের ন্যায় বগুড়াতেও কাজ করছে। বগুড়ায় আওয়ামীলীগের নিজেদের কর্মকাণ্ড প্রকাশ হচ্ছে এই ত্রৈমাসিক পত্রিকার মধ্যে দিয়ে। এটি ২য় প্রকশনা। এর আগে আগষ্ট মাসের শোক সংখ্যা দিয়ে যাত্রা শুরু পত্রিকাটির। সময়ের সাথে এই পত্রিকাটি বগুড়া জেলা আওয়ামী মুখপাত্র হয়ে সবসময় প্রকাশিত হতে থাকবে।
অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর বলেন, প্রকাশনা উৎসবের ক্ষণটি খুব আনন্দের। এটি বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড নিয়ে প্রকাশিত হবে। এটি বই আকারে প্রকাশিত হচ্ছে।  যা বছরের পর বছর সংরক্ষণ হবে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
প্রকাশনা উৎসবে চিরঞ্জীব বঙ্গবন্ধু’র প্রকাশক ও সম্পাদক আল রাজী জুয়েল বলেন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশীদার হতে বিভিন্ন ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সংবাদ সংকলন প্রকাশের মধ্যে তা ধরে রাখার জন্য এই ত্রৈমাসিক পত্রিকা চিরঞ্জীব বঙ্গবন্ধু’র প্রকাশনা শুরু হয় গত আগষ্ট মাসের শোক সংখ্যা থেকে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ও বগুড়া আওয়ামী লীগের সংবাদ সংকলন নিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীর সংখ্যা চিরঞ্জীব বঙ্গবন্ধু দ্বিতীয় সংখ্যার মধ্যে দিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড তুলে ধরা হবে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চিরঞ্জীব বঙ্গবন্ধু ২য় প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংবাদকর্মী রাকিবুল ইসলাম।