বগুড়ায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৫৯৮

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
বগুড়ায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ৪৫ হাজার ৯০১ জন শিক্ষার্থী। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রবিবার সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়।
এরমধ্যে প্রথম দিনের পরীক্ষায় ৫৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে ৪৫ শতাংশই দাখিলের শিক্ষার্থী। রবিবার বিকালে বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা শাখা জানিয়েছে, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৫৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে এসএসসি (সাধারণ) ২৩৬ জন, দাখিলে ২৭০ জন ও বাকি ৯২ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল শাখার।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নিলুফা ইয়াসমিন বলেন, ‘প্রথম দিনে জেলায় ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রেই কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার এবং পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। আশা করছি আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।