বগুড়া নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
সরকার ঘোষিত ৫% বিশেষ সুবিধা প্রধান ও বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃ ক নেসকো পিএলসি তে ২০২২ এবং ২০২৩ অর্থ বছরের প্রাপ্য এ পি এ বোনাস সহ বিভিন্ন দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ মার্চ মঙ্গলবার বগুড়া নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ উপ কমিটির উদ্যোগে কর্ম বিরতি চলাকালে সাতমাথা অফিস চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আব্দুল আজিজ। সভায় বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সংগ্রামী কার্যকরী সভাপতি তাপস কুমার নিয়োগী এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বগুড়া নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাইফুল আলম, মোশারফ হোসেন , সাজেদুর রহমান সাজু, মোঃ মনিরুল ইসলাম, আবুল খায়ের, মাহফুজুর রহমান , নাজমুল হুদা, বাবুল প্রামানিক, রাসেউল আলম, হাসান আলী মিয়া, জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাজু আহমেদ বকুল, খোরশেদ আলম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন অবিলম্বে সরকার ঘোষিত ৫% ও এপিএ বোনাস দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান সেইসাথে কর্মসূচি বহাল থাকিবে।