দুপচাঁচিয়ায় ছাতিয়াগাড়ী বীরমুক্তিযোদ্ধা বশারত আলী বর্ণিল সড়কের উদ্বোধন

দেশবাণী
Spread the love

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় পৌর এলাকার ছাতিয়াগাড়ী বীরমুক্তিযোদ্ধা বশারত আলী বর্ণিল সড়ক আরসিসি করণ শেষে ২৬জুন সোমবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী ফিতা কেটে এ সড়কের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার(ভূমি) রূপন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী(সিভিল) তাজুল ইসলাম রুঞ্জু প্রমুখ। প্রায় ১১’শ মিটার এ সড়কটি গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় ১কোটি ৩৭লাখ ১৮হাজার ১’শ ২২টাকা ৬৬পয়সা ব্যয়ে নির্মিত হয়েছে।