ঢাবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রলীগের মানববন্ধন

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় পৌর ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন পালিত হয়।পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাবেক সহ সভাপতি আরিফুল আলম শাওন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তোহা, সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা, সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রাজপথে পরিচালিত হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশ বিরোধী বিএনপি জামাত। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রদল ক্যাডাররা। দেশের মেধাবীরা যখন দেশ গড়ায় অংশ নিচ্ছে তখন আবার সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করবার পায়তারা চলছে। ছাত্ররা এখন নির্ভয়ে তাদের পড়াশোনা করছে। তাদের মেধার বিকাশে বাধাগ্রস্থ করতে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ছাত্রদলের ক্যাডাররা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ দেশ গড়ায় অংশ নিয়েছে৷ দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সেই উন্নয়নে বাধাগ্রস্থ করতে যে আসবে তাকেই শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।মানববন্ধন জেলা ছাত্রলীগ নেতা ইমন শেখ নাসের, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুল হক শাফিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শেখ, তানভির রহমান কৌশিক, আক্কাছ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মুহাইমিনুল হাসান মীম, জয় কুমার দাস, সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, ছাত্রনেতা রেজওয়ান আহম্মেদ, শাহরিয়ার খান সাব্বির, নাইম, সার্জেল সহ পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।