চীনে দাবানলে নিহত ১৮ দমকলকর্মী

আন্তর্জাতিক
Spread the love

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই আরেক বিপর্যয়ে চীন। দাবানলে পুড়ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বনভূমি। পাওয়া গেছে অনেক হতাহতের খবর।

মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চল চীনের স্থানীয় সরকার জানিয়েছেন, দাবানলে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জনই ফায়ারসার্ভিস কর্মী; অন্যজনন ফরেস্ট্রি গাইড।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দাবানলের আগুনে কমলা রঙ ধারণ করেছে সিচুয়ান প্রদেশের জিচাংয়ের শহর। এই শহরে প্রায় ৭ লাঘ মানুষের বসবাস। ধুয়ার কুণ্ডলী মেঘের মতো ভেসে বেড়াচ্ছে বাড়িঘর ও শহরের রাস্তা-ঘাটের ওপর।

মঙ্গলবার স্থানীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগুনের সুত্রপাত সোমবার দুপুর ৩টার দিকে পার্বত্যাঞ্চল লিয়াংসনে। তাতে হুমকিতে পড়েছে জিচাং শহর।

স্থানীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১৪০টি ফায়ার ইঞ্জিন, চারটি হেলিকপ্টার, ৯০০ এর বেশি দাবানল কর্মী। উদ্ধার কাজে নিয়োজিত আছেন দুই হাজারেরও বেশি জরুরি কর্মী। পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে ১,২০০ বেশি স্থানীয় নাগরিককে।

চীনে গত কয়েকদিনে বেশ কয়েকবার দাবানলের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

গত বছরের একই অঞ্চলের মুলি কাউন্টিতে ভয়াবহ দাবানলে মোকাবিলায় ২৭ জন দাবানল কর্মী প্রাণ হারিয়েছিল।

A firefighter battles a forest blaze in Xichang in China’s southwestern Sichuan province early on March 31, 2020. – Eighteen firefighters and one forestry guide died while fighting a huge forest fire in southwestern China, the local government said on March 31. (Photo by STR / AFP) / China OUT