চমকে ঠাসা ব্রাজিল দল, নেই নেইমারসহ অনেকেই  

খেলা
Spread the love

বাংলা ডেস্ক :
আগামী ২৫ মার্চ তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর মরক্কো ম্যাচ দিয়েই প্রথম প্রীতি ম্যাচ খেলবে তারা। আসন্ন এই প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা করলেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস। ২৩ সদস্যের দলে নতুন মুখের ছড়াছড়ি। নতুন ৯ ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন মেনেজেস। দলে রাখা হয়নি ইনজুরিতে থাকা নেইমারকে। গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে নেইমারকে। বায়ার্ন মিউনিখ-পিএসজি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে তো নেইমার ছিটকে গেছেন। সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘দলে যোগ দিতে নেইমারের পর্যাপ্ত ফিটনেস থাকবে না।’

প্রীতি ম্যাচে ব্রাজিলের দলে অনেক চমক রেখেছেন মেনেজেস।ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার নেই ২৩ সদস্যের এই দলে। থিয়াগো সিলভা, দানিলো, দানি আলভেজদের মতো তারকা ডিফেন্ডারদেরকেও নেওয়া হয়নি এই দলে। আর্সেনালের দুই ‘গ্যাব্রিয়েল’-গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও দলে রাখেননি গত মাসে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এই কোচ। তবে চোটে পড়ায় দলে নেই থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস।

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে রাখা হয়েছে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।

২৩ সদস্যের ব্রাজিল দল:
গোলরক্ষক:
এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), উইভারটন (পালমেরাস)

ডিফেন্ডার:
ইবানেজ (রোমা), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলাস (সেভিয়া), রেনান লোডি (নটিংহ্যাম)

মিডফিল্ডার:
আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)

ফরোয়ার্ড:
এন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।