গাবতলীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশ আহতের ঘটনায় মিল্টন, নতুন, সাইফুলসহ ৩১জনের নামে মামলা

দেশবাণী
Spread the love

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণ, তিন পুলিশ কর্মকর্তা আহত ও ৩টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মোরশেদ মিল্টন, এনামুল হক নতুন ও মেয়র সাইফুলসহ ৩১জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার রাতেই সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার এসআই জাহাঙ্গীর আলম।
জানা গেছে, গত বুধবার দুপুরে অবরোধ চলাকালে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি থানার তিনমাথার মোড় অতিক্রম করলে কেন্দ্রীয় মসজিদের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওইস্থানে আইন-শৃঙ্খলার ডিউটিতে থাকা থানার এসআই আব্দুল কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব বিস্ফোরিত ককটেলে পায়ে আঘাতপ্রাপ্ত হন।
এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর মেয়র সাইফুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হারুনসহ বিএনপি ও অঙ্গদলের ৩১জনের নামে একটি মামলা দায়ের করে। মামলার বিষয়টি থানাসূত্র নিশ্চিত করেছেন।