গভীর রাতে বুয়েট শিক্ষার্থীদের হিযবুত তাহরীরের গণমেইল

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পক্ষ থেকে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ই-মেইলে বার্তা দেওয়া হয়েছে। এ ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার দিনগত রাতে বুয়েটের অনেক শিক্ষার্থীর ইন্সটিটিউশনাল ই-মেইলে হিযবুত তাহরীর নামক ছাত্রসংগঠন থেকে একটি পিডিএফ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘৫ এপ্রিল রাত ১২টায় Subal Das নামে (subaldas9897@gmail.com) ই-মেইল থেকে বুয়েটের অনেক শিক্ষার্থীর ইন্সটিটিউশনাল ই-মেইলে হিযবুত তাহরীর নামক নিষিদ্ধ ছাত্রসংগঠন থেকে একটি পিডিএফ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাদের প্রেস বিজ্ঞপ্তির টাইটেল ছিল ‘ছাত্রলীগের আগ্রাসন থেকে আমাদের মেধাবী সন্তানদের কে নিরাপত্তা দিবে? এছাড়া ই-মেইলে তারা সাধারণ ছাত্রদের এই নিষিদ্ধ সংগঠনের দিকে আহ্বান জানায়। এর আগেও দুটি ই-মেইল (asifzamandhaka1996@gmail.com junayedkabir4.0@gmail.com) থেকে এ জাতীয় পিডিএফ পাঠানো হয়।’

ই-মেইলে আরও উল্লেখ করা হয়, ‘ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বেনামি স্টিকারে কিউ-আর কোড দেওয়া থাকে, যা স্ক্যান করলে হিযবুত তাহরীর প্রচারনামুখী লিখা দেখা যায়।’

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘রাতে গণহারে ই-মেইল পাওয়ার পর আমরা কর্তৃপক্ষকে অভিযোগ জানাই। পাশাপাশি আমাদের মধ্যে অনেকে লিগ্যাল স্টেপ নিতে জিডি করেছে। আমরা উপাচার্যকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে দেশের অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সহযোগিতায় উক্ত ই-মেইলের আইপি এড্রেস শনাক্ত করে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক।’

এ বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে বুয়েট উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।