কিয়েভ বাসিন্দাদের শহর ছাড়ার অনুরোধ জানিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক
Spread the love

বাংলা ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের একটি নির্দিষ্ট পথ ধরে শহর ছাড়ার অনুরোধ জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার পঞ্চম দিনে এ অনুরোধ জানায়। খবর আলজাজিরার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক টেলিভিশন ভাষণে বলেন, আমরা কিয়েভের বাসিন্দাদের অনুরোধ করছি একটি নির্দিষ্ট পথ ধরে শহর ছেড়ে যাওয়ার জন্য যেন আমরা তাদের নিরাপত্তা দিতে পারি। আমি আবার বলছি, রাশিয়ার সেনারা শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে। ইউক্রেনে রুশ হামলা পঞ্চম দিনে গড়ানোর মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের দাবি, হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চারদিনে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।