উজবেকিস্তানে আশ্রয় নেওয়া আফগান পাইলটরা আমিরাত যাচ্ছেন

আন্তর্জাতিক
Spread the love

তালেবানের কাবুল দখলের পর উজবেকিস্তানে আশ্রয় নেওয়া আফগান পাইলটরা এখন সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমাচ্ছেন।

মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এসব আফগান পাইলট প্রায় এক মাস ধরে প্রতিবেশী দেশ উজবেকিস্তানে অবস্থান করছেন। খবর রয়টার্স ও আরব নিউজের।

বিমান ও হেলিকপ্টার নিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের ফেরত পাঠানোর জন্য ওই দেশগুলোকে চাপ দিয়ে যাচ্ছেন তালেবানরা।

তালেবানের চাপের মুখে তারা এখন আমিরাত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে রোববার গণমাধ্যমকে জানিয়েছেন।

আফগানিস্তানে গেলে তালেবান তাদের হত্যা করতে পারে— এ আশঙ্কায় তারা দেশে ফিরতে চাচ্ছেন না।

তবে তালেবানরা তাদের অভয় দিয়ে জানিয়েছেন, দেশে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।