৫ দিন সেন্টমার্টিন ভ্রমণে বিরত থাকার অনুরোধ

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যে কারণে ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ অনুরোধ জানান।

ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করে তিনি লেখেন, ঘূর্ণিঝড়টি মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানলে খুবই শক্তিশালী ঝড় হিসাবে আঘাত করার আশঙ্কা রয়েছে মে মাসের ১১ থেকে ১৩ তারিখের মধ্যে। এসময় বাতাসের সম্ভাব্য গতিবেগ হবে ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।

আর ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশ ও ভারতের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে তবে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আঘাত করার সম্ভাবনা রয়েছে মে মাসের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে। এসময় বাতাসের সম্ভাব্য গতিবেগ হবে ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার। তাই, আগামী ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে বিরত থাকুন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে ‘মোচা’। নামটি দিয়েছে ইয়েমেন।