২য় ধাপে বগুড়ায় তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
২য় ধাপে বগুড়ার আদমদিঘী, দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে প্রদতদ্বন্দ্বীতার জন্য ১৩ জনসহ মোট ৩৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার বিকালে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মেজবাউল করিম এ তথ্য জানিয়েছেন৷

আদমদিঘী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- তোফায়েল হোসেন, রাশেদুল ইসলাম, সিরাজুল ইসলাম খান রাজু, এরশাদুল হক এবং আবু রেজা খান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন তাদের মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- আহম্মেদুর রহমান, মাহবুবা নাসরিন, ফজলুল হক প্রামাণিক, এ এইচ এম নুরুল ইসলাম খান এবং মিজানুর রহমান খান।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আল হাসিবুল হাসান, এ এন এম আহছানুল হক এবং আব্দুল মান্নান।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন দাখিল করেছেন।