সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল

খেলা
Spread the love

বাংলা ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। খেলা হয় ১২০ মিনিট। অবশেষে টাইব্রেকার শ্যুটআউটে সিটিকে ৪-৩ ব্যবধানে হারায় রিয়াল।

বুধবার রাতে সিটির ঘরের মাঠ ইতিহাদে দ্বিতীয় লেগের মূল সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। প্রথম লেগেও ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। যে কারণে দুই লেগ মিলিয়ে ফলাফল দাঁড়ায় ৪-৪ সমতা।

এরপর পেনাল্টি শ্যুটআউটে নেমে প্রথম ৩ শটের দুটিই মিস করে সিটির বার্নাডো সিলভা ও মাতেও কোবাসিস। অপরদিকে প্রথম ৩ শ্যুটের দুটিতেই গোল করে রিয়াল। যে কারণে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ২-১। এরপর চতুর্থ শটেও গোল করে রিয়াল। সিটিও চতুর্থ শ্যুটে গোল পায়। রিয়ালের জয় নির্ধারিতকারী শেষ শ্যুট এসে সফল হন অ্যান্টনিও রুডিগার। ফলে অতিথিদের জয় নিশ্চিত হয় ৪-৩ ব্যবধানে।
ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে সিটি। ম্যাচের ১২ মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দারুণ শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।
ম্যাচের ৭৬ মিনিটে সেই গোল শোধ করেন কেভিন ডি ব্রুইনা। ডানপায়ের দারুণ শটে রিয়ালের জাল কাঁপান বেলজিয়ামের এই তারকা ফুটবলার।

রিয়ালের কাছে হেরে প্রথম কোনো ক্লাব হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ান্স লিগের শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে সিটি।
সিটিকে হারিয়ে এদিন দারুণ একটি প্রতিশোধ নিয়েছে রিয়াল। গত মৌসুমে সেমিফাইনালে রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে বিদায় করেছিল সিটি। এবার সিটিকে কাঁদিয়ে সেমিতে গেছে রিয়াল।